fbpx

বিমানবন্দরে বিদেশগামীদের কোভিড টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিদেশ যাওয়ার জন্য বিদেশগামীদের করোনার টেস্ট করার যে বাড়তি ভোগান্তি পোহাতে হয়, সেই ভোগান্তি আর থাকছে না। বিমানবন্দরেই এখন থেকে বিদেশগামীদের করোনা টেস্ট করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে বিদেশগামীদের কোভিড টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: এবি এম আক্তারুজ্জামান

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদেশগামীদের সুবিধার্থে দেশের তিনটি আর্ন্তজাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই টেস্টের ফলাফল ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।

এর আগে, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ বলেন, করোনার রিপোর্ট পাওয়ার ছয় ঘণ্টা পরে বিমানযোগে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফলে, অনেক বিদেশগামী কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে।

বিষয়টি বিবেচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেন সরকার দলীয় এই সংসদ সদস্য।

সেই আহ্বানের প্রেক্ষিতে আজ সরকারপ্রধান মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন।

Advertisement
Share.

Leave A Reply