fbpx

বিমানের সিটের নিচ থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

১৮ ডিসেম্বর (শনিবার) সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুটি সিটের নিচ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দারা।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ১০ কেজি ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা হবে।

তবে এঘটনায় এখনো  কাউকে আটক করতে পারেনি গোয়েন্দারা। ।

Advertisement
Share.

Leave A Reply