fbpx

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন বাইডেন

Pinterest LinkedIn Tumblr +

স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ মার্চ) ওয়াশিংটন ডিসি থেকে মাত্র ১০ মাইল দূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে একবার-দুবার নয়, পরপর তিনবার এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন জো বাইডেন। বাইডেন এদিন মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন। হোয়াইট হাউস বলেছে, বাইডেন সুস্থ আছেন। তিনি কোনো আঘাত পাননি।

হোয়াইট হাউসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘটনার সময় প্রচণ্ড বাতাস ছিল। জো বাইডেন শতভাগ সুস্থ আছেন। তিনি কোনো আঘাত পাননি।

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন বাইডেন

নিজেকে সামলে নিয়ে তিনি উঠে দাঁড়ান। ছবি: সংগৃহীত

আটলান্টায় এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে এ অঘটন ঘটে।

বাইডেনের হোঁচট খাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এয়ারফোর্স ওয়ানের সিঁড়ির মাঝপথে প্রেসিডেন্টের পা ফসকে যায়। তিনি হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরে ছিলেন। তাঁকে তিনবার হোঁচট খেতে দেখা গেছে। একটু পরেই বাইডেন নিজেকে সামলে নেন। উড়োজাহাজের দরজায়  পৌঁছে ঘুরে দাঁড়িয়ে রীতিমাফিক বিদায়ী অভিবাদন জানিয়ে ভেতরে ঢোকেন তিনি।

বাইডেন এরপর যথারীতি আটলান্টার সভায় যোগ দেন।

Share.

Leave A Reply