fbpx

বিশ্বকাপের মাঝপথে সাইফউদ্দিনকে হারালো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে ও বল হাতে কার্যকরী বোলিং করে আশা দেখাচ্ছিলেন মূল পর্বে ভালো কিছু করার। সেই আশা অপূর্ণই থেকে গেলো।

পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মো. সাইফউদ্দিন। আপাতত বিশ্রামে থাকলেও বিশ্বকাপে আর ফিরে আসার সম্ভাবনা নেই তার। ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশ নামবে টুর্নামেন্টের মাঝখানে সাইফউদ্দিনকে হারানোর ক্ষত নিয়ে।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। সাইফউদ্দিনের ‘বদলি’ হিসেবে মূল দলে অন্তর্ভূক্ত হয়েছেন ‘অতিরিক্ত’ হিসেবে দলে থাকা পেসার রুবেল হোসেন। তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমোদন ইতোমধ্যে দিয়েছে আইসিসি টেকনিক্যাল কমিটি।

রুবেলকে দিয়ে বোলিংয়ের দিকটা সামলানো গেলেও লেট অর্ডারে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের দিকটা পূরণ করার মতো দলে আর কেউ রইলো না। সব মিলিয়ে বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশ দলে বড় আঘাত হয়েই নেমে এসেছে সাইফউদ্দিনের ইনজুরি, তা বলাই বাহুল্য।

Advertisement
Share.

Leave A Reply