fbpx

বিশ্বকাপ বাছাইপর্ব ‘বাতিল’ ঘোষণা, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নতুন করে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কায় মাঝপথেই বাতিল ঘোষণা করা হয়েছে নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই করা হয়েছে নিউজিল্যান্ড বিশ্বকাপের তিন দল। আর তাতেই প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্য দুই দল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

সাউথ আফ্রিকায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আফ্রিকান বেশ কিছু দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে জিম্বাবুয়েও। তাই, আইসিসি মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব।

আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘মাঝপথেই বাছাইপর্ব বাতিল করার কারণে আমরা হতাশ। কিন্তু, বেশ কিছু আফ্রিকান দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় দলগুলো নিজ দেশে ফিরতে বাধার মুখে পড়তো’।

বাংলাদেশ নারী দল দেশে কখন ফিরবেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply