fbpx

বিশ্বকাপ বাছাই : রাতে মাঠে নামছে চার সাবেক চ্যাম্পিয়ন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

র‌্যাংকিংয়ে যোজন যোজন দূরত্ব, নামে-ভারেতো আরো বিস্তর ফাঁরাক। ইংল্যান্ড-সান মারিনো বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ পর্বের ম্যাচে। র‌্যাংকিয়ে থ্রি লাইয়ন্সরা চার নাম্বারে। আর সান মেরিনোরটা শুনলে চোখ কপালে উঠতে পারে। দুশো দশ দেশের মধ্যে সবার শেষের স্থানটায় সান মারিনোর অবস্থান।

শক্তির বিচারে ভারসাম্যহীন ম্যাচ বললেও ভুল হবেনা। চোখ বন্ধ করে থ্রি লায়ন্সদের ফেভারিট বলে দেয়া যায়। ইংলিশদের মিশন শুরু হচ্ছে নিজ মাঠ ওয়েম্বলিতে। সান মারিনো সবশেষ লায়ন্সদের সামনে যতবারই পরেছে ততবারই ৫ কিংবা এর চেয়ে অধিক গোলে হেরেছে। সবশেষটা ৬ বছর আগে, ছয় শূন্য ব্যবধানে। শেষ ছয় ম্যাচে ইংল্যান্ড ৩৭ গোলে দিয়েছে , খেয়েছে মাত্র একটা।

সহজ প্রতিপক্ষ, তবুও কোচ সাউথগেটের দুশ্চিন্তার ভাঁজ কপালে। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড ইনজুরিতে, তাকে পাওয়া নিয়ে শংকা, অপেক্ষায় থাকতে হবে ম্যাচের আগ পর্যন্ত। অনুশীলন করেননি ম্যাচের আগের দিন। আর্সেনালে খেলা বুকায়ো সাকাকে পাচ্ছেন না সাউথগেট। তবে প্রতিপক্ষ সান মিরানো বলে আপাতত নির্ভার থাকতে পারেন থ্রি লায়ন্স কোচ।

স্পেন-গ্রিস ম্যাচটায় চোখ রাখতে পারনে, উত্তাপ ছড়ানোর আভাস মিলছে। যদিও র‌্যাংকিংয়ে এগিয়ে স্পেন, ছয় নাম্বারে। অপরদিকে তিপান্ন নাম্বার অবস্থানে গ্রিস। ২০১০ চ্যাম্পিয়নরা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে উয়েফা নেশন্স লিগে, জার্মানির বিপক্ষে। ৬-০ গোলের জয়টাই এখন রামোসদের সবচেয়ে বড় প্রেরণা। গ্রিসের সাথে নিকট অতীতে দেখা নাই লুইস এনরিকের দলের। সেই ১৩ বছর আগে সবশেষ ম্যাচ। যেটাতে ২-১ ব্যবধানে জিত ছিল স্প্যানিশদের। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও গ্রিসের দারুণ কেটেছে গেল বছরটা। সবশেষ ৫ ম্যাচে কোন হার নেই।

২০১৪’র চ্যম্পিয়ন জার্মানির বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু করতে যাচ্ছে নাজুক অবস্থায়। সবশেষ ৮ ম্যাচে মাত্র তিনটাতে জয়। তারপর আবার কোচ জোয়াকিম লো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন ছেড়ে যাচ্ছেন জার্মানদের। র‌্যাংকিংয়ে দিন দিন নীচে নামছে জার্মানরা। অবস্থানটা সেরা দশেও নেই। এমন পরিস্থিতি প্রতিপক্ষ আইসল্যান্ড হওয়ায় আশাবাদী হতে পারেন জার্মান সমর্থকরা। তবে ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত জোয়াকিম বাহিনী। কোচের তুরুপের তাস টনিক্রুসকে পাচ্ছেনা। ইনুজুরির কারনে নিজেকে সরিয়ে নিয়েছেন টনি। এছাড়া নিক্লাস সোলে এবং রবিন গোসেনসও খেলতে পারবেন না ইনজুরি কারনে। দু’দলের দু’বার দেখা দু’হাজার তিনে। একটা ড্র অন্যটা জিত ছিল জার্মানির।

এছাড়া মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন ইতালিও। তাদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। সবগুলো ম্যাচ শুরু হবে রাত পৌনে দু’টায়।

Advertisement
Share.

Leave A Reply