fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়ার নির্দেশনা ইউজিসির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার জন্য দীর্ঘদিন ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নররত শিক্ষার্থীদের পরীক্ষা আটকে আছে। তাই পরীক্ষা নিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে রবিবার (১৩ ডিসেম্বর) ইউজিসির সঙ্গে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সভায় সঞ্চালনা করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন যুক্ত ছিলেন।

 

Advertisement
Share.

Leave A Reply