fbpx

বিশ্বসেরার তালিকায় জায়গা পেল বাংলাদেশের তিন বিশ্ববিদ্যালয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ তিনটি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১০০১ থেকে ১২০০ এর মধ্যে এবং আর বুয়েটের অবস্থান ১২০০ এর পর।

টাইমস হায়ার এডুকেশন বিভিন্ন মূল্যায়ন সূচকে মান যাচাই-বাছাই করে এ তালিকা করেছে। শিক্ষাদান,  গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়কে মানদণ্ড ধরে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এবারও তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

Advertisement
Share.

Leave A Reply