fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ও কারিগরি পরামর্শক টিমের অনুমোদন পেলে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরইমধ্যে, এই অনুমোদনের জন্য ডব্লিউএইচও’র কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, পর্যাপ্ত টিকা হাতে আসার পরই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ মাসে আরও আড়াই কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা দেশে আসবে। তার মধ্যে ২ কোটি সিনোফার্মের এবং ৫০ লাখ ফাইজারের।

যদিও গতকাল রবিবার ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply