fbpx

বিশ্ব স্বাস্থ্য সংস্থা: ওমিক্রন মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এশিয়া প্যাসিফিক অঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে স্বাস্থ্য খাতে বিশেষ জোড় দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অঞ্চলের বাসিন্দাদের সবাইকে করোনার ভ্যাকিসিন প্রয়োগ করারও পরামর্শ দেয় সংস্থাটি।

ডব্লিউএচও শুক্রবার জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

পশ্চিম প্রসান্ত মাহাসাগরীয় অঞ্চের ডব্লিউএইচও’র পরিচালক তাকেশি কাসাই এক ভার্চুয়াল বিবৃতিতে বলেন, ‘জনগণকে কেবল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভর করা উচিত নয়। প্রত্যেক সম্প্রদায়কেই ভাইরাসের নতুন ধরনটি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও হাওয়াইতে প্রথম বারের মত করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।
বৃহস্পতিবার ভারতেও দুই জনের দেহে ভাইরাসটি এই ধরনটি শনাক্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply