fbpx

বিসিবিকে লিটনের ‘ধন্যবাদ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তামিম ইকবাল না থাকায় কে হতে যাচ্ছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের অধিনায়ক, তা জানার আগ্রহ সবার মধ্যেই ছিল। অবশেষে শুক্রবার বিসিবির পক্ষ থেকে ঘোষণা এসেছে লিটন দাশের নেতৃত্বে ভারতের বিপক্ষে লড়ব দল। পরদিন অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্সে এসে লিটনও জানালেন, তিনিও জেনেছেন শুক্রবারেই!

অধিনায়ক হিসেবে সতীর্থদের সাথে এখনও আলোচনা হয়নি, তবে লিটন যে বেশ রোমাঞ্চিত সেটা তার কথাতেই স্পষ্ট, “আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। এরপর স্বপ্নটা আরও বড় হয়, তখন লক্ষ্য থাকে অধিনায়ক হবার। আপাতত একটা সিরিজের জন্য হলেও সেই সুযোগটা আমার এসেছে।”

সেইসাথে লিটন ধন্যবাদ জানিয়েছেন বিসিবিকেও, “ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটা বড় সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।”

Advertisement
Share.

Leave A Reply