fbpx

বিয়ের অনুষ্ঠানে ডিজে গানের শব্দে ৬৩ মুরগির মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথাগতভাবে প্রতিবেশী দেশ ভারতে বিয়ের অনুষ্ঠানগুলোতে উচ্চ-শব্দে গান বাজনার সাথে নাচ ও হৈ হুল্লোর বেশি দেখা যায়। এমনই একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর ফলে, তার শব্দে প্রতিবেশি এক খামারির ৬৩ টি মুরগি মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

গত ২১ নভেম্বর (রবিবার) ভারতের ওড়িশার স্থানীয় সময় মাঝরাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই খামারি অভিযোগ করেন, কান ছিঁড়ে যাওয়ার মতো শব্দে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল বিয়ের অনুষ্ঠানে। যার ফলে শব্দ সহ্য করতে না পেরে তার খামারে থাকা ৬৩ টি মুরগি মারা যায়।

খামারি সংবাদ মাধ্যমে বলেন, ‘উচ্চমাত্রার শব্দে মুরগিগুলো ভয় পাচ্ছিল দেখে আমি সেখানকার লোকজনকে বলেছিলাম ভলিউম কমাতে। কিন্তু তারা শোনেনি উল্টে বরের বন্ধুরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।’

এবিষয়ে একজন ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, মুরগিগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। তবে বিয়েবাড়ির লোকজনের কাছে এর ক্ষতিপূরণ চাইলে অস্বীকৃতি জানায় তারা।

আর এ বিষয়ে তখন পুলিশে অভিযোগও করেন ওই খামারি। অবশ্য পরে আবার সে অভিযোগ তুলে নেন।

তবে ওড়িশার ঘটনাটি ‘পারস্পারিক সমঝোতার’ মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য তাদের বলেছে পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply