fbpx

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত শতাধিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে শসস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত হয়েছে ১৩২ জনেরও বেশি বেসামরিক মানুষ। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার, নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে এই হামলা হয়। হামলাকারীরা গ্রামে ঢুকে বাসিন্দাদের ঘরবাড়ি ও বাজারে আগুন লাগিয়ে দেয়।

এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ একে ‘সন্ত্রাসী’ হামলা বলেই উল্লেখ করেছেন। নিহতদের স্মরণে দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ বছরের শুরু থেকে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল-কায়েদাসহ অন্যান্য সশস্ত্র সংগঠনের সাথে যুক্ত সন্ত্রাসীদের হামলা বেড়ে গেছে। হামলার শিকার হচ্ছেন বুরকিনা ফাসোর একাংশ, মালি ও নাইজারের সাধারণ লোকজন। অধিকাংশ সময় বেসামরিকরাই এসব হামলার শিকার হচ্ছেন।

গত দুই বছরে বুরকিনা ফাসোয় সহিংসতা ও হামলায় ঘর হারিয়েছেন অন্তত ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply