fbpx

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক সফিউল্লাহর করোনায় মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ গতকাল মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে অধ্যাপক সফিউল্লাহর মৃত্যু হয়। আজ রবিবার বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, ৭৪ বছর বয়সী অধ্যাপক সফিউল্লাহ স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন সেখানে ভর্তি ছিলেন। গতকাল তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভ্যান্টিলেশন দেওয়া হয়। পরে বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

অধ্যাপক এএমএম সফিউল্লাহ জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেটি পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজ নামে পরিচিত ছিল, সেখানে পড়াশোনা শেষে তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে যোগ দেন ১৯৭৩ সালে এবং অধ্যাপক হন ১৯৮৪ সালে।

২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক এএমএম সফিউল্লাহ। এরপর তিনি বেসরকারি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ছিলেন অধ্যাপক সফিউল্লাহ।

Advertisement
Share.

Leave A Reply