fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বৃষ্টি নামাবে ড্রোন! 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর পদ্ধতি উদ্ভাবন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এই কাজে বিশেষ ড্রোন ব্যবহার হবে। পদ্ধতিটির নাম দেয়া হয়েছে ‘ক্লাউড সিডিং’।
সহজ করে বললে প্রক্রিয়াটি হবে এমন-
ড্রোন উড়ে যাবে মেঘগুচ্ছের কাছে। ব্যবহৃত ড্রোন দিয়ে বৈদ্যুতিক তাপ দেয়া হবে। এতে মেঘ গলে যাবে। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামবে এরপর।
ইতোমধ্যে আরব আমিরাত এই প্রযুক্তির ব্যবহারও করেছে। দেশটিতে প্রতি বছর প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়। প্রয়োজনের তুলনায় এটি খুবই কম। তাই ২০১৭ সালে ১৫ মিলিয়ন ডলার খরচ করে পৃথক কয়েকটি বৃষ্টি বর্ধন প্রকল্পের কাজ হাতে নিয়েছিল ধনশালী দেশটি।
আরব আমিরাতের বৃষ্টি বর্ধন বিজ্ঞান গবেষণা কর্মসূচির পরিচালক আলেয়া আল-মাজরোই সংবাদমাধ্যমকে জানান, বৈদ্যুতিক চার্জ নির্গমন যন্ত্র এবং কাস্টমাইজড সেন্সর সজ্জিত ড্রোন তুলনামূলক কম উচ্চতার মেঘের কাছে উড়ে যাবে। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে বাতাসে অণু ছড়াবে। যা মেঘে উত্তাপ দিয়ে গলিয়ে ফেলবে এবং বৃষ্টিপাত ঘটাবে।
Advertisement
Share.

Leave A Reply