fbpx

বৃহস্পতিবারে হাসিবা আলী বর্ণা’র কবিতা ‘পিকনিক’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি হাসিবা আলী বর্ণা’র জন্ম ঢাকায়। পেশায় সংবাদমাধ্যম কর্মী। বর্তমানে একাত্তর টিভিতে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ২০১৬ সালে ‘শব্দকে বলি, না’ নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে তার। কবিতার পাশাপাশি লিরিক রচনা করেন তিনি। ফটোগ্রাফিতেও আগ্রহী এই শূন্য দশকের কবি।

একদিন পিকনিকে যাব।
ভেবে ভেবে জমা হলো কতকিছু।
বাতাস এসে মুচকি হাসলো।
আর উড়ে গ্যালো খড়কুটো।।
চোখ চিনতে মুস্কিল হয়।
শব্দেরা হারায় সঙ্কেত।
এবং জমে জমে স্থির হলো পাথরও।
এখন জল চায় নিজের ব্যবছেদ।।

Advertisement
Share.

Leave A Reply