fbpx
BBS_AD_BBSBAN
৭ই ডিসেম্বর ২০২২ | ২২শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

বৃহস্পতিবার মঙ্গলে পৌঁছাবে ল্যান্ডার ও রোভার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পৃথিবী বিষাদময়। একটু শান্তি পেতে মানুষ যেন সঙ্গী খুঁজছে মহাকাশে। হাতের নাগালের  গ্রহ মঙ্গলকেই তাই বেছে নেয়া।

কাছের মানে কিন্তু কাছের নয়! পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ১৯ হাজার ৬০৬ লক্ষ মাইল! উৎক্ষেপণের পর টানা সাড়ে ৬ মাসের ছুট  শেষ হবে আগামী বৃহস্পতিবার। লাল গ্রহ মঙ্গলে পা ছোঁয়াবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যাধুনিক ল্যান্ডার ও রোভার।

সত্যিই উদযাপনের এ লগ্ন। সেই ঐতিহাসিক মুহূর্তটি সরাসরি সম্প্রচার করবে নাসা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিট থেকে নাসার ওয়েবসাইটে শুরু হবে সরাসরি সম্প্রচার।

বৃহস্পতিবার মঙ্গলে পৌঁছাবে ল্যান্ডার ও রোভার

এ লাল গ্রহ নিয়ে মানুষের জানার ইচ্ছে অনেক। ছবিসূত্র : নাসা

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে,  ঐতিহাসিক দিনটির অভিজ্ঞতা, নানা ধরনের প্রশ্ন -যে কেউ নাসাকে জানিয়ে দিতে পারে নিজেদের বানানো ভিডিওতে। সেখানে এই অভিযান নিয়ে সকলেই পারবেন নিজস্ব বক্তব্য জানাতে। তার জন্য মহাদেশ, দেশ, লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, গায়ের বর্ণ, মুখের ভাষা, জাত-পাত কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। সেই ভিডিওগুলো থেকে বাছাই করে  বেশকিছু ভিডিও পরবর্তীতে তাদের ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজে প্রকাশ করবে নাসা।

নিজের ফেইসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম পেইজে ভিডিও আপ করে শুধু হ্যাশট্যাগ দিয়ে ‘কাউন্টডাউনটুমার্স’ (#CountdownToMars) লিখলেই হবে। নাসাই এরপর বেছে নেবে আপনার ভিডিও।

 

Advertisement
Share.

Leave A Reply