fbpx

বেগম জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: আইনমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের সদস্যরা মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল, আমরা মতামত দিয়ে দুপুরে এটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

তবে এই মতামতে কী বলা হয়েছে , সে প্রসঙ্গে তিনি কিছুই বলেন নি। আইনমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘এটি প্রথমে প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপর চূড়ান্ত হবে। এর আগে তো আমি কিছু বলতে পারবো না।’

Advertisement
Share.

Leave A Reply