fbpx

বেড়েছে সয়াবিন তেলের দাম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শীত মৌসুম শুরু হওয়ায় পাম অয়েল বেচাকেনা কমে সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। এসবের প্রভাব পড়েছে সয়াবিন তেলে।
নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় গত ১০-১৫ দিনের মধ্যে জেলার নিতাইগঞ্জ পাইকারি বাজারে খোলা বিক্রি হওয়া সয়াবিন তেলের দাম কেজি প্রতি সর্বোচ্চ ১৬ টাকা বেড়েছে। মণে বেড়েছে ৬৪০ টাকা।

প্রতি মণ সয়াবিন তেল ৪ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ, প্রতি কেজি সয়াবিন তেলের দাম পড়ে ১০৪ টাকা।অর্থাৎ নিতাইগঞ্জ পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে মণে ৬৪০ টাকা। কেজিপ্রতি ১৬ টাকা। ১০-১৫ দিন আগেও স্থানীয় বাজারে প্রতি মণ সয়াবিন তেল ৩ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছিল।

নিতাইগঞ্জ পাইকারি বাজারে কেজিপ্রতি ১০৪ টাকায় বিক্রি হলেও নারয়ণগঞ্জের খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেল ১২০-১২২ টাকায় বিক্রি করছেন।

অর্থাৎ পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই সয়াবিনতেলের দাম কেজিতে সর্বোচ্চ ১৬-১৮ টাকা বেড়ে গেছে।

Advertisement
Share.

Leave A Reply