fbpx

বোমা পাওয়া যায়নি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতকাল বুধবার (১ ডিসেম্বর) গোপন সূত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী খবর পায় যে, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভেতরে বোমা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ সে সময় বিমানবন্দরে সতর্কতা জারি করে। একইসাথে, ফ্লাইটটিকে নিরাপদে জরুরি অবতরণ করানো এবং যাত্রীদের সুস্থ অবস্থায় উদ্ধারের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

বোমা পাওয়া যায়নি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে

ছবি: সংগৃহীত

এরপর বিমানটিতে তল্লাশি চালানো হয়। যাত্রীদেরও একে একে দেহ তল্লাশি করা হয়। এই তল্লাশি অভিযানে বিমানটি থেকে ক্ষতিকর কোনো জিনিস বা বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ১৩৫ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা নিয়মিত ফ্লাইট এমএইচ-১৯৬ রাত ৯টা ৩৮ মিনিটে ঢাকা বিমানবন্দরে এবং রানওয়েতে কঠোর নিরাপত্তার মধ্যে অবতরণ করে।

বোমা পাওয়া যায়নি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে

ছবি: সংগৃহীত

এ এইচ এম তৌহিদ-উল আহসান সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাত ১টা পর্যন্ত যাত্রীদের লাগেজ তল্লাশি করেছি। তবে, বিমানের ভেতরে বিস্ফোরক বা বোমার মতো কিছু পাইনি।’

বিমান, কেবিন এবং কার্গো লাগেজের তল্লাশি শেষে বিমানটিকে নিরাপদ ঘোষণা করেন বিমান বাহিনীর কমান্ডিং অফিসার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোরশেদুল আলম জানান, ‘এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

Advertisement
Share.

Leave A Reply