মডেল ও উপস্থাপক ফারিয়া মাহাবুব পিয়াসা এবং আরেক মডেল মৌ আক্তারকে নিজ নিজ বাসা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
অভিযানে পিয়াসার বাসা থেকে বিদেশি মদ, শিশা এবং ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
ডিবির সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ছবি: সংগৃহীত
আপন জুয়েলার্স মালিকের ছেলে শাফাত আহমেদের প্রাক্তন স্ত্রী পিয়াসা। ২০১৭ সালে শাফাতের বিরুদ্ধে রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে তিনি প্রথম আলোচনায় আসেন।
অন্যদিকে, মডেল মৌ আক্তারকে তার মোহাম্মদপুরের বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ।

ছবি: সংগৃহীত
তিনি জানান, এই দুই মডেল দুটি ফ্ল্যাট নিয়ে বারিধারা এবং মোহাম্মদপুরে থাকেন। তারা দুই জনই একটি ব্ল্যাকমেইলিং সংঘবদ্ধ চক্রের সদস্য। সমাজের উঠতি বয়সী ছেলে-মেয়েদের তাদের বাসায় মাদক খাওয়ার ব্যবস্থা করে দেয়। পরে তাদের বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তোলেন। এসব ছবি দিয়ে তাদের আত্মীয়-স্বজন, বাবা-মাকে ব্ল্যাকমেইল করেন।
দুই মডেলের বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে, তাই তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং এর যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত করা হবে।