fbpx

‘ভাগ করোনা ভাগ’ স্লোগানে মশাল দৌড়

Pinterest LinkedIn Tumblr +

বলা যায় করোনার সুনামিতে নাকাল গোটা ভারত। গোটা দেশেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক। দেশটিতে করোনা বিষয়ে নানা রকম সচেতনতা মূলক বার্তা দেওয়া হলেও দুর্গম অনেক এলাকাতেই তা পৌঁছাচ্ছে না।

করোনার কবল থেকে রক্ষা পেতে বিভিন্ন ঝাড়-ফুক ও সনাতনী বিশ্বাসের দাঁড়স্থ হচ্ছেন অনেকে। বিশেষ করে গ্রামের সহজ সরল মানুষ।

তবে এবার একেবারেই ভিন্ন খবর পাওয়া গেল মধ্য প্রদেশ থেকে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগর মাওয়ার জেলার গণেশপুর গ্রামের বাসিন্দারা করোনা তাড়াতে মশাল হাতে নিয়ে দৌড়িয়েছেন। এসময় তারা ‘ভাগ করোনা ভাগ’ বলে স্লোগানও দেন। তাদের এই দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এখন।

ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে গ্রামের মধ্যে দৌড়াচ্ছেন কয়েকজন। দৌড় শেষে মশালগুলো গ্রামের বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তারা বিশ্বাস করেন এভাবে গ্রাম থেকে করোনা চলে যাবে।

গ্রামের এক বাসিন্দা জানান, প্রত্যেক বাড়ির একজন সদস্য মশাল দৌড়ে অংশ নিয়েছেন। তারা বিশ্বাস করছেন মশালের সাথে করোনাও গ্রাম থেকে বিদায় নিবে।

দেশটিতে বুধবার এক দিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ৩ লাখ ছাড়িয়েছে। রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বড় ধরনের সংকটের মুখে পরেছে স্বাস্থ্য ব্যবস্থা।

Share.

Leave A Reply