fbpx

‘ভাঙি তবু মচকাই না’ বিজেপিকে মমতার হুশিয়ারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে সোমবার ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই জনসভায় বক্তব্য রাখেন মমতা।

তিনি বলেন, ‘বিজেপি ভোটের আগে মিথ্যে কথা বলে। বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, দিয়েছে? ভোটের আগে বলেছে চাল-ডাল দেবে। এটা বাংলার নির্বাচন, দিল্লির নয়।’

রোববারই এই জেলায় নির্বাচনী প্রচারণা সমাবেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সভার শুরুতে মমতা  সিপিএমের অত্যাচারের ‘অতীত’ মনে করিয়ে বাঁকুড়ার জনগনকে সতর্ক করেন।  এই সময় বামপন্থীদের অত্যাচার নিয়েও কথা বলেন মমতা।

এই মঞ্চ থেকেই সিপিএম ও বিজেপির আঁতাত করেছে অভিযোগ করে মমতা বলেন, ‘সিপিএম-কংগ্রেস বিজেপির সাথে ডিল করেছে।  বর্গী ও বহিরাগত গুণ্ডাদের বিরুদ্ধে মা বোনেরা জোট বাঁধুন। ওরা ভেবেছিল আমি পায়ে চোট পেলে আর বাইরে আসব না। আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে, ততক্ষণ এক ইঞ্চি জমি ছাড়ব না। মনে রাখবেন, আমি ভাঙি তবু মচকাই না। আমি বাইরে থাকলে এক পা দিয়ে এমন শট মারব, মাঠের বাইরে করে দেবো। আমি মা বোনেদের পা দিয়ে হাঁটি।’

এদিন আবারও পেট্রোলের দাম নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা। তার দাবি, ‘বিনা পয়সায় চাল দিচ্ছি, সেই চাল রান্না হচ্ছে ৯০০ টাকার গ্যাসে। নরেন্দ্র মোদী তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। সব বিক্রি করে দিচ্ছে বিজেপি।’

Advertisement
Share.

Leave A Reply