fbpx

ভারতীয় অভিনেত্রী সুরেখা সিক্রি মারা গেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন বার জাতীয় পুরস্কার জয়ী ভারতীয় অভিনেত্রী সুরেখা সিক্রি মারা গেছেন। শুক্রবার সকালে তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

গেল চার বছরে তিনি দুইবার স্টোক করেছিলেন। গুনি এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

১৯৭৮ সালে’ সিসসা কুর্সি কা’ সিনেমার দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সুরেখার। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ছিলেন তুমুল জনপ্রিয়। কাজ করতেন মঞ্চ নাটকেও।

বলিউড সিনেমা ‘বাধাই হো’-তে অভিনয় দক্ষতা দিয়ে ব্যপক খ্যাতি কুড়িয়েছিলেন তিনি। ‘বালিকা বধুঁ’ নামের একটি টিভি সিরিয়ালে কাজ করেও পেয়েছিল তুমুল পরিচিতি।

Advertisement
Share.

Leave A Reply