fbpx

ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে বিশ্ব তারকারা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন এবার সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও।

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, পপস্টার রিহানার পর এবার কৃষকদের সমর্থনে সরব হলেন লেবাননের সাবেক পর্নস্টার মিয়া খলিফা। দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ অবস্থানের একটি ছবি টুইট করে সমর্থন জানিয়েছেন মিয়া।

বুধবার নিজের অফিসিয়াল পেইজে কৃষক আন্দোলনের একটি ছবি পোস্ট করেন মিয়া। এতে লেখেন ’ কি হচ্ছে ওখানে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? কেন ওরা দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে।’

এর আগে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সংবাদ মাধ্যমে সিএনএন-এর একটি লিঙ্ক পোস্টে লেখেন,‘ভারতের কৃষক আন্দোলনের সমর্থন জানাচ্ছি, পাশে আছি।’

একই জায়গায়, মার্কিন পপ তারকা রিহানাও বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে লেখেন, ‘কেন আমরা এ বিষয়ে কথা বলছি না?’

তবে বিশ্ব তারকাদের এমন প্রতিবাদে তেলেবেগুনে জ্বলে উঠেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাল্টা টুইটে কঙ্গনা বলেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, সন্ত্রাসী। যারা দেশ ভাগ করতে চাইছে।‘

গত বছর সেপ্টেম্বরে, দেশটির কৃষিখাত সংস্কারের তিনটি কৃষি আইন পাস হয়। মোদী সরকারের দাবি, নতুন আইনে মধ্যসত্ত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি পাবে কৃষক। তবে কৃষকরা মনে করছেন, এই আইনে বড় প্রতিষ্ঠানগুলোই লাভবান হবে এবং ক্ষতির মুখে পড়বেন তারা। সেখান থেকে দুই মাসেরও বেশি সময় ধরে টানা বিক্ষোভ করে আসছেন হাজারো কৃষক।

Advertisement
Share.

Leave A Reply