fbpx

ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের গৌহাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স -বিএসএফ -এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে মোট ১০টি ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী ২৫ ডিসেম্বর সীমান্ত সম্মেলনের ‘যৌথ আলোচনার দলিল (জেআরডি)’ স্বাক্ষরের মধ্য দিয়ে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করেন। 

ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক, ছবি: সংগৃহীত

এবারের সম্মেলনে ১০টি বিষয় নিয়ে আলোচনা হবে। তারমধ্যে, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো ও হত্যা কর্মকাণ্ড বন্ধে করণীয়, ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ, অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান রোধ এবং চোরাচালানকারী-পাচারকারীদের সম্পর্কিত তথ্য বিনিময়, দুই দেশের নাগরিক কর্তৃক সীমানা লংঘন বা অনুপ্রবেশ রোধ, দুই দেশের সীমান্ত এলাকায় নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন সহ আরো নানা উল্লেখযোগ্য বিষয় সম্মেলনে আলোচনার মূল বিষয়বস্তু হবে।

ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

সম্মেলনে ১০টি বিষয় নিয়ে আলোচনা হবে, ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন। আর ভারতীয় প্রতিনিধিদলের মধ্যে, বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফ্রন্টিয়ার আইজিগণ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেছেন।

সম্মেলন শেষে আগামী ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন।

Advertisement
Share.

Leave A Reply