fbpx

ভারতে একদিনে করোনা রোগী শনাক্ত প্রায় আড়াই লাখ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৪ ঘন্টায় ভারতে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় ২৭ শতাংশ বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত মে মাসের পর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।  নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

ডেল্টার কারণে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ভারতকে। এর মধ্যে ৭ মে একদিনে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।

ভারপ্তীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ০৮ শতাংশ।

একদিনে আরও ৩৮০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছালো।

বৃহস্পতিবার শুধু মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর ছাড়িয়েছে।

এদিকে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারত ফ্রন্টলাইনার ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা শ্রেণিকে কোভিড  টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। তবে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় দেড় কোটি মানুষ এখনও টিকা পায়নি।

Advertisement
Share.

Leave A Reply