fbpx

ভারতে দুইমাসের মধ্যে দৈনিক করোনা শনাক্ত সবচেয়ে কম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দু’মাসের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ রোগী।  বেড়েছে সুস্থতার হারও।

তবে, এখনও চিন্তায় রেখেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এক দিনেই মারা গেছেন ৩ হাজার ৩৮০ জন।

সংক্রমণ ও মৃত্যু কমেছে পশ্চমবঙ্গেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মীদের টিকা দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই খুলে দেয়া হবে হোটেল ও রেস্তোরা।

১৬ জুন থেকে শপিংমল খোলার বিষয়েও চিন্তা করছে প্রশাসন।  সে ক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা যাবে মল। যাতে কোনওভাবে ভিড় না হয়, সেদিকে থাকবে বিশেষ নজর।

মহারাষ্ট্রেও সোমবার রাত থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply