fbpx
BBS_AD_BBSBAN
৩০শে নভেম্বর ২০২২ | ১৫ই অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ৩৭

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৭ জন মারা গেছেন। ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে এমন খবর জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, একটি সেতু থেকে পড়ে যাওয়া বাসটি খালের পানিতে পুরোপুরি ডুবে যায়।

ওই জেলার পুলিশ সুপার ধরমবীর সিং বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয়রাও উদ্ধার কাজে এগিয়ে এসেছেন। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় চালকসহ সাত যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

তবে ঠিক কী কারণে বাসের গতি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, তা এখনও জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দুর্বল ব্যবস্থাপনার কারণে ভারতের বিপুল সংখ্যক সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে আছে।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply