fbpx

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত শীর্ষ জেনারেলসহ ১৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধস্ত হয়ে নিহত হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে জেনারেল রাওয়াত ও তার স্ত্রীও রয়েছেন।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারে জানারেল রাওয়াতসহ ১৪ জন আরহী ছিলেন। তাদের ১৩ জনেই মারা গেছেন। বাকি এক জনের শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের লীলগিরির ওপর ধসে পড়ে বিমান বাহিনীর মডেল এমআই –17v5 হেলিকপ্টার। তবে কেন বিমানটি দুর্ঘটনায় কবলিত হল, তা এখনও জানা যায়নি।

এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এরই মধ্যে চিফ অব ডিফেন্সে স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বাসভবনে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তাতের সাথে বৈঠক করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর বাস ভবনে আজই নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply