fbpx

‘ভারত কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিবেশী দেশ ভারতের সাথে কয়েকদফা বৈঠকে ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় দেশটির সরকার এই বিষয়ে প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশা করেন মন্ত্রী।

১৩ সেপ্টেম্বর (সোমবার) নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে শেখ হাসিনার হাত ধরেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা সে কথা ভুলে গেছেন তাই সমালোচনা করেন।’

তিনি বলেন, ‌’ভারতে সরকার পরিবর্তনের পর যারা (বিএনপি) দেশটির দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষায় ছিলেন, তার চেয়ে নতজানু নীতি আর কি হতে পারে? আওয়ামী লীগের হাতেই এদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব নিরাপদ।’

বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের মুখোশের আড়ালে ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় বহুবছরের পুরনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌’বিএনপি তাদের শাসনামলে কোনও সমস্যার সমাধানতো করতে পারেইনি বরং প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছে। বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখে অবিশ্বাসের দেয়াল ভেঙে তৈরি করেছে সম্পর্কের সেতুবন্ধন।’

Advertisement
Share.

Leave A Reply