fbpx

ভারত থেকে প্রতিদিন ১১০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হচ্ছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশে অক্সিজেন সংকট কমাতে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানি বেড়েছে। এ মাসেই ভারত থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন।

আর আগে ভারতে করোনাভাইরাস মহামারি রুপ নিলে সেখানে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। তবে বর্তামানে ভারতে করোনা সংক্রমণ কিছুটা কমতে থাকায় আবার  গত ২১ জুন থেকে অক্সিজেন রপ্তানির অনুমতি দেয় দেশটি।

আর দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ  থেকে  অক্সিজেন আমদানি বেড়েছে বলে জানায় অক্সিজেন আমদানি-রপ্তানিকারকরা।

দেশে সবচেয়ে বড় অক্সিজেন আমদানি প্রতিষ্ঠান এর মধ্যে লিন্ডে বাংলাদেশ ও স্পেকট্রা অক্সিজেন আমদানি করে প্রায় ৯০ শতাংশ।

বর্তমানে প্রতিদিন গড়ে ১১০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হচ্ছে। গত ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২৫ দিনে ভারত থেকে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply