fbpx

ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে আলোচনায় টিকটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে টিকটক। ব্যবসা টিকিয়ে রাখতে বাইটড্যান্স ভারতে নানা পদক্ষেপ নিলেও তেমন কোনো লাভ হয়নি। এবার গুঞ্জন উঠেছে, প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে নেয়ার আলোচনা চালাচ্ছে। স্থানীয় সম্পদ বিক্রি করে প্রতিষ্ঠানটি তাদের ক্ষতি কমানোর চেষ্টা করছে বলে টেক র‍্যাডারের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

অন্যদিকে আরেক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বাইটড্যান্স এখন টিকটকের স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্ল্যান্সের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ভারতে এখন গ্ল্যান্সের সেবা বেশ জনপ্রিয়। এর সাথে টিকটকের বেশ মিলও আছে। প্রতিষ্ঠানটিতে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংকের বিনিয়োগও আছে।

ভারতে টিকটকের স্থানীয় সম্পদ কিনে নেওয়ার প্রস্তাব জাপানের সফটব্যাংকের পক্ষ থেকে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়। আর ইনমোবি নামের প্রতিষ্ঠানের মাধ্যমে গ্ল্যান্সে বিনিয়োগ করেছে সফটব্যাংক।

এদিকে বাইটড্যান্সেও বিনিয়োগ আছে সফটব্যাংকে। ফলে মূলত চুক্তিতে কোনো না কোনো ভাবে সফটব্যাংক যুক্ত থাকছে।

প্রসঙ্গত, চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের জের ধরে ২০২০ সালের মাঝামাঝি ভারত সরকার টিকটকসহ বহু চীনা অ্যাপ বন্ধ করে দেয়।

Advertisement
Share.

Leave A Reply