fbpx

ভারত সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে চলে: রামনাথ কোবিন্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ভারত তার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংসদ ভবনের সাউথ প্লাজাতে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে ‘মুজিব চিরন্তন শ্রদ্ধা স্বারক তুলে দেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাকে অনুপ্রেরণিত করে। এ ভাষণে মানুষের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন রামনাথ কোবিন্দ। তিনি বলেন, আমি মুজিব বর্ষ উদযাপনে এখানে এসে সম্মানিত বোধ করছি।

রামনাথ কোবিন্দ বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনাকে হত্যা করতে পারেনি। আজ বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়িত হচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

ভারতের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর চেতনার কথা উল্লেখ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কটি লাইন বাংলায় আবৃতি করেন।

‘মহা – বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত।

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-

বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত’

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply