fbpx

ভার্চুয়ালি চলবে সরকারি অফিসের কাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারি নিয়ন্ত্রণে দেশের চলমান বিধি নিষেধের মধ্যে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশনা দিয়েছে সরকার। ই-নথি, ই-টেন্ডারিং, ই–মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমের সাহায্যে সরকারি কাজগুলো সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এ নির্দেশনায়।

আজ রবিবার (১১ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা সব সচিবের কাছে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনায় বলা হয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধের আওতায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও ব্যতিক্রম হিসেবে সব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস ও সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে। এ অবস্থায় ভার্চুয়ালি সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলার কথা রয়েছে। প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে।

Advertisement
Share.

Leave A Reply