fbpx

ভিডিও কলে নতুন ফিচার আনছে ফেসবুক 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অচিরেই ব্যবহারকারীদের জন্য নতুন ভিডিও ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক ও ইন্সটাগ্রাম। যেখানে ব্যবহারকারীরা চাইলে ভিডিও কল করার সময়ে এআর ইফেক্ট ফিল্টার ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল এফ-৮ ডেভেলপার কনফারেন্সে নতুন এই ফিল্টার আনার ঘোষণা দেয় ফেসবুক।

সেখানে ফেসবুক জানায়, একাধিক ব্যবহারকারী একসঙ্গে ভিডিও কল করার সময় ফিচারটি ব্যবহার করতে পারবেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ইন্সটাগ্রাম ও ম্যাসেঞ্জারে এআর ইফেক্ট ব্যবহার করতে পারবেন।

আর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল কনফারেন্সে ইন্সটাগ্রামের ডেভেলপারদের জন্য এপিআই ফিচার চালু করে ফেসবুক। গত বছরের অক্টোবরে সুনির্দিষ্ট কয়েকজন ডেভেলপারের মাধ্যমে এর এর বিটা টেস্টিং শুরু হয়। যা এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

ফেসবুক আরও জানিয়েছে, ম্যাসেঞ্জারে ‘লগ-ইন কানেক্ট’ নামে একটি ফিচার শিগগিরই চালু করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ব্যবসায়িক যোগাযোগের কাজ করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে বলা হয়েছে, ফেসবুক বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম নিয়েও কাজ করছে। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ওকুলাস। ব্যবহারকারীরা যাতে এর মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগ করতে পারে সে জন্য ফেসবুক আরও কাজ করছে বলেও জানিয়েছে এই সংবাদ মাধ্যম।

Advertisement
Share.

Leave A Reply