fbpx

ভিন্ন লুকে আসছেন জাহিদ হাসান

Pinterest LinkedIn Tumblr +

ভিন্ন লুকে আসছেন জাহিদ হাসান। এ সময়ের জনপ্রিয় কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল রচিত এবং আদিত জনি পরিচালিত ‘ওসাম ওসমান’ নাটকে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে জাহিদ হাসানকে। এখানে তিনি ওসমান চরিত্রে অভিনয় করছেন তিনি।

নাটকে নার্গিস চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী প্রভাকে। এছাড়াও অভিনয় করেছেন মিলি মুন্সী,   মুকুল, হানিফ, ছোটো আনোয়ার, আরশি খান, আনোয়ার হোসেনসহ অনেক তারকারা। ‘ওসাম ওসমান’ নাটকটি একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা আদিত জনি।

‘ওসাম ওসমান’ নাটকে জাহিদ হাসানের সাথে দেখা যাবে প্রভাকে। ছবি: সংগৃহীত

নাটকটির কাহিনী : ওসমান পাড়ার পরিচিত ভাই। ওসমান জনদরদি একজন মানুষ। পাড়া-মহল্লার সবার চোখের মণি। ওসমানকে সবাই আদর করে ‘ওসাম ওসমান’ বলে ডাকে। কারণ, এলাকার বাল্য বিবাহ,  সুধ, চাঁদাবাজি, ঝগড়া-মারামারি, ছিনতাই সহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী  এসব কারণে ওসাম ওসমান খেতাব পায় গণমানুষের কাছ থেকে।

সেই ওসাম ওসমানকে থাপ্পর দেয় মহল্লার নতুন ভাড়াটিয়া নার্গিস। এসব ঘটনার রেশ ধরে নার্গিসের বাড়িতে ইট-পাথর পরে। এভাবেই নাটক এগিয়ে যায়।

Share.

Leave A Reply