fbpx

ভুয়া করোনা রিপোর্ট: ৪ পরীক্ষাগার বন্ধের নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে চারটি বেসরকারি পরীক্ষাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরীক্ষাগারগুলো হলো,
১. বিজয় সরণির সিএসবিএফ হেলথ সেন্টার,
২. বাংলামোটরের স্টিমজ হেলথ কেয়ার,
৩. পুরানা পল্টনের আল জামী ডায়াগনস্টিক সেন্টার ও
৪. মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের মিরপুর শাখা।

একইসাথে এই চারটি পরীক্ষাগারের সাথে সংশ্লিষ্ট অন্য বুথ থেকেও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধের নির্দেশও দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

‘করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে’, এমন অভিযোগের প্রমাণ পেয়ে বৃহস্পতিবার এসব পরীক্ষাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা।

তিনি জানান, ‘বিদেশগামীদের নমুনা পরীক্ষার ক্ষেত্রে নানা অনিয়মসহ বেশকিছু অভিযোগ আমরা পেয়েছি। সেসব অভিযোগের প্রাথমিক সত্যতাও আমরা নিশ্চিত করেই এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলেছি।’

Advertisement
Share.

Leave A Reply