fbpx

ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকাডুবি, ৪৩ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। এই অভিবাসীরা সবাই পশ্চিম আফ্রিকার বাসিন্দা। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

সংস্থাটি বলছে, লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওইয়া শহর থেকে মঙ্গলবার সকালে অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করে নৌকাটি। কয়েক ঘণ্টা পর খারাপ আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি। এ সময় এটির ইঞ্জিন অচল হয়ে যায়। পরে ডুবে যায় সেটি। অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা এ বছর এটিই প্রথম।

ইউএনএইচসিআর আরও জানায়, নৌকা ডুবির ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন, তারা আইভরি কোস্ট, নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার বাসিন্দা।

Advertisement
Share.

Leave A Reply