ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে অবস্থিত আব্দুল হান্নান হাওলাদার মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যােগে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ বুধবার। সন্ধ্যার পর হয়েছে বিশেষ আলোচনা।
আব্দুল হান্নান হাওলাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।
দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন ছিল এতে। যাতে অংশ নিয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। প্রতিবছর ঘটা করে এই অনুষ্ঠানটি আয়োজন করা হলেও কোভিড-১৯ এর কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে হয়েছে।

আলোচনা সভার একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
এতে আলোচক হিসেবে ছিলেন, বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার, মনপুরা কলেজের সহকারি অধ্যক্ষ এবং অস্ট্রেলিয়া প্রবাসী আব্দুল ওহাব হাওলাদার।
২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৯ সালে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। যিনি বিবিএস ক্যাবলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক। দেশের ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ২০১৬-২০১৭ সালে বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি মর্যাদা দিয়েছে।