fbpx

ভ্যাকসিন ৯৪% কার্যকর, দাবি মর্ডানার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪% শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ভ্যাকসিন ফলাফল প্রকাশ করেছে মার্কিন কোম্পানি মডার্না ।

নিজেদের তৈরি ভ্যাকসিনটি নিয়ে শেষ ধাপের ট্রায়ালের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসার পর জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে এমনটাই জানিয়েছে মডার্না ।

অনুমোদন পেতে ইউরোপ ও আমেরিকায় আবেদনের ঘোষণা দিয়ে মডার্না বলছে, আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন মিলবে বলে প্রত্যাশা করছেন তারা ।

ইতোমধ্যে যুক্তরাজ্য মডার্নার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ কেনার জন্য চুক্তি করেছে।

বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ক্রয়ে চুক্তি করলেও সবার আগে এই ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র। এই বছরই যুক্তরাষ্ট্রে দুই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে কোম্পানিটি।

ফাইজার ও জার্মান বায়োএনটেকের মতো মডার্নার ভ্যাকসিনও পরীক্ষামূলক আরএনএ প্রযুক্তিতে তৈরি। ফাইজার-বায়োএনটেকের যৌথভাবে তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে এর আগেই জানানো হয়েছে।

 

Advertisement
Share.

Leave A Reply