fbpx

মওদুদের মরদেহ আসছে কাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃহস্পতিবার দেশে আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মরদেহ। মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

১৭ই মার্চ বুধবার, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদের মরদেহ আনার বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মওদুদ আহমদের জন্য বৃহস্পতিবার শোক কর্মসূচি পালন করা হবে। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে বলে জানান রিজভী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষীয়ান নেতা মওদুদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরেরদিন শুক্রবার সকাল ১০ টায় হাইকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা ও বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মওদুদ আহমদের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে। সেখানে আরেকদফা জানাজা শেষে নিজ গ্রামে দাফন করার কথা রয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া উইং।

Advertisement
Share.

Leave A Reply