fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

মঙ্গলবার বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার আবার অবরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার (২১ নভেম্বর) বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার থেকে আবারও অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটি বিএনপির সঙ্গে আন্দোলনে রয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবারের অবরোধের ঘোষণা দেন এলডিপির সভাপতি অলি আহমদ।

নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শেষ হচ্ছে। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা এল। তবে এবার তারা হরতালের পরিবর্তে অবরোধের কর্মসূচি দিল।

হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। আর গতকাল রোববার থেকে আজ পর্যন্ত হরতাল দেয়। এখন আবার নতুন কর্মসূচি ঘোষিত হলো।

এর আগে দেখা গেছে, বিএনপির আগে আন্দোলেনর মিত্র দলগুলোর কেউ কর্মসূচি ঘোষণা করে। পরে একই কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আজ এক বিবৃতিতে অলি আহমদ শান্তিপূর্ণভাবে বুধ ও বৃহস্পতিবাররের এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান।

Advertisement
Share.

Leave A Reply