fbpx

মজুদ নেই, করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ আপাতত বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মজুদ না থাকায় করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ জানান, আপাতত টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে।

তিনি বলেন, “টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চুতর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে।”

স্বাস্থ্য অধিদপ্তর দেশে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে এবং এর জন্য অন্তত দেড় মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে। আর ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply