fbpx

মতিঝিল-গুলিস্তান অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু ঘটনায় আজ দ্বিতীয় দিনেও সড়কে নেমে বিক্ষোভ করছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

২৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্টে জমায়েত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে। প্ল্যাকার্ডে লেখা সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালক রাসেলকে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। রাস্তায় চলাচলের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইত্যাদি।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে গুলিস্থানের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply