fbpx

মনের কথা বুঝতে পারবে ফেসবুক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। একের পর এক নতুন প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ হচ্ছে ফেসবুকের নানা ফিচার। আর সেটি সহজে গ্রহণও করছে ফেসবুকপ্রেমীরা।

এবার এই টেক জায়ান্ট নতুন এক ধরনের ফিচার আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি নিউরন থেকে সরাসরি মানুষের ভাবনা সংগ্রহ করে অক্ষরে পরিণত করতে সক্ষম- এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে।

দীর্ঘদিন ধরে ফেসবুক মানুষের মস্তিষ্কের ভাবনা বোঝার ডিভাইস আবিষ্কার করার চেষ্টা করে আসছিল। এটি নিয়ে তারা কিছু ধারণাও দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্টার্ট-আপ প্রতিষ্ঠান সিটিআরএল ল্যাব নিউরাল সেন্সরভিত্তিক একটি রিস্টব্যান্ড তৈরি করতে ফেসবুকের সঙ্গে কাজ করছে বলে জানা গেছে।

মূলত প্যারালাইসিস রোগীদের সাহায্য করতেই ফেসবুক এ ডিভাইসটি বাজারে আনবে বলে জানিয়েছে।

রিস্টব্যান্ডজাতীয় এই ডিভাইস মস্তিষ্কের সংকেত ডিকোড করে অক্ষরে রূপান্তর করবে। আর এই রিস্টব্যান্ডের মাধ্যমে মানুষের ব্রেনের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপন করা হবে।

এ প্রসঙ্গে ফেসবুকের সিটিও মাইক শ্রোফার বলেছেন, ‘আমরা নতুন অভিজ্ঞতার পথ প্রশস্ত করছি, যা অতিরঞ্জিত না হলে কোটি কোটি মানুষের জীবন উন্নত হবে’।

জানা গেছে, ফেসবুকের বার্ষিক সভায় নতুন নিউরাল সেন্সর নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি অডিও রেকর্ডে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জোর দেয়া হয়েছে। আর সেটি দ্রুত আনারও চেষ্টা চলছে।

অন্যদিকে ফেসবুকের ভার্চুয়াল রিয়্যালিটি-প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থ বলছেন, ‘আমরা দেখেছি প্রযুক্তি এবং ডিভাইস দিয়ে আরও স্বাভাবিকভাবে ভাব বিনিময় করা সম্ভব। আর সেটি আমরা তৈরি করতে চাই’।

তার এই ঘোষণার পর ফেসবুক ব্রেন-মেশিন ইন্টারফেস গবেষণায় বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটি বলছে, প্যারালাইসিস রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার প্রযুক্তি আনা হচ্ছে। মস্তিষ্কের সংকেত ডিকোড করে এভাবে অক্ষরে রূপান্তর করা হবে।

অন্যদিকে এ পদ্ধতিটিকে শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক মাহনাজ আরবনেহে ‘নন-ইভ্যাসিভ টেকনিক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মানুষের মস্তিষ্কের ওপর এ ধরনের ডিভাইস নিয়ে কাজ করেন।

তিনি বলেন, এ প্রযুক্তিতে বিদ্যুৎবাহক মস্তিকে পৌঁছাবে কিন্ত তা ব্রেনের ভেতরে যাবে না। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে এই রেকর্ড করা হবে।

অন্যদিকে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও প্যারালাইজড মানুষের মনের কথা পড়তে পারবে- এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply