fbpx

মন্ত্রিসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুমোদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাধারণ মানুষের জীবন-জীবিকা ও স্বাস্থ্যখাতকে প্রাধান্য দিয়ে মন্ত্রিসভায় ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেটে আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এ বাজেটের অনুমোদন দেন।

এদিন দুপুর ১২ টা থেকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

প্রতিবছর বাজেট ঘোষণার দিন বাজেট উত্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকে অংশ নেন। এই বৈঠকেই বাজেট অনুমোদন দেয়া হয়।

এর আগে গতকাল বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন বসে। এই অধিবেশনের দ্বিতীয় দিনে নতুন অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর তৃতীয় এবং বাংলাদেশের ৫০তম বাজেট উত্থাপন করবেন।

Advertisement
Share.

Leave A Reply