fbpx

মমতাকে এক টন হাঁড়িভাঙ্গা আম পাঠালেন হাসিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার কেজি বা এক টন হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে এক টন হাঁড়িভাঙা আম পাঠানো হয় বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।

তিনি বলেন, ‘সব আনুষ্ঠানিকতা মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়েছে।’

দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি মমতা-হাসিনার মধ্যে দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। গত বছরও মমতাকে হাঁড়িভাঙা আম পাঠান হাসিনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

আম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, নাভারন পুলিশের সার্কেল এ এসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের ডিডি মামুন কবির তরফদার।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ডিআইজি সুকেশ জেল, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তাসহ অন্যরা।

এর আগে গত শুক্রবার ১ হাজার ২০০ কেজি আম্রপালি আম ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যও আম উপহার পাঠান তিনি। আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় এই ৮০০ কেজি আম পাঠানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply