fbpx

মাতৃভাষা দিবসে সামিনা চৌধুরীর ‘রক্ত জরিমানা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ্য করে সংগীত শিল্পী সামিনা চৌধুরী একটি নতুন গানে কন্ঠ দিলেন। গানটি রচিত হয়েছে ‘রক্ত জরিমানা’ শিরোনামে। এরই মধ্যে গানের একটি ভিডিও তৈরি হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার এলাকায় গানের ভিডিওর শুটিং হয়েছে বলে জানা যায়।

‘রক্ত জরিমানা’ গানের কথা লিখেছেন রাজিব ভৌমিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ। শনিবার রাত আটটায় একটি সংবাদমাধ্যমের ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। ভাষা দিবস উপলক্ষে এর আগেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী।

১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায় আমজাদ হোসেনের রচনায়, আলাউদ্দীন আলীর সুরে ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানে প্রথম প্লেব্যাক করেন সামিনা চৌধুরী। এরপর টেলিভিশন, রেডিওসহ সবমাধ্যমে গাইতে শুরু করেন সামিনা। চলচ্চিত্রে গাওয়া তাঁর গানের মধ্যে রয়েছে, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘হও যদি ঐ নীল আকাশ’ সহ অসংখ্য জনপ্রিয় গান।

Advertisement
Share.

Leave A Reply