fbpx

মাধ‌্যমিকের ভর্তি ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আগামী বুধবারের (২০ জানুয়ারি) মধ্যে শেষ করত বলা হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে ১৪ জানুয়ারি এসব নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্য। কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ে মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, লটারির ফল অনুযায়ী স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্ম নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply